ভারতীয় সংসদ

Show Important Question


21) Who summons the joint sitting of the Rajya Sabha and Lok Sabha? / লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন কে আহ্বান করেন?
A) President/ রাষ্ট্রপতি
B) Speaker/ স্পিকার
C) Vice-President/ উপরাষ্ট্রপতি
D) Prime Minister/ প্রধানমন্ত্রী

22) What is the period of Lok Sabha- / লোকসভার কার্যকালের মেয়াদ কত?
A) 4 years/ ৪ বছর
B) 5 years/ ৫ বছর
C) 6 years/ ৬ বছর
D) 7 years/ ৭ বছর

23) লোকসভার কার্যকালের মেয়াদ ___
A) কোনো অবস্থাতেই বৃদ্ধি হবে না
B) জরুরি অবস্থার সময়ে এক বছর বৃদ্ধি করা যেতে পারে
C) ছয় মাস বৃদ্ধি হতে পারে
D) জরুরি অবস্থার সময় দুই বছর বৃদ্ধি করা যেতে পারে

24) In the Parliament, Lower House is called as- / ভারতের সংসদের নিম্নকক্ষের নাম কি?
A) Rajya Sabha/ রাজ্যসভা
B) Lok Sabha/ লোকসভা
C) Legislative Council/ বিধানপরিষদ
D) legislative assembly/ বিধানসভা

25) লোকসভায় কতজন সদস্য উপস্থিত হলে কোরাম হয়?
A) মোট সদস্যের এক-তৃতীয়াংশ
B) মোট সদস্যের এক-দশমাংশ
C) মোট সদস্যের এক-পঞ্চমাংশ
D) অর্ধেক

26) রাজ্যসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?
A) ২৪৫ জ
B) ২৩৫ জন
C) ২৩৩ জন
D) ২৪০ জন

27) সংসদ সদস্যদের বেতন ও ভাতা নির্ধারণ করেন___
A) রাষ্ট্রপতি
B) ক্যাবিনেট
C) সংসদ
D) অর্থ কমিশন

28) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পার্লামেন্টের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে?
A) ৮০ নং ধারায়
B) ৮৭ নং ধারায়
C) ৮১ নং ধারায়
D) ৭৯ নং ধারায়

29) পার্লামেন্টে কার অনুমতি ছাড়া অর্থবিল পাশকরা যায় না?
A) প্রধানমন্ত্রী
B) লোকসভার অধক্ষ্য
C) অর্থমন্ত্রী
D) রাষ্ট্রপতি

30) Parliament of India consists of— / ভারতের সংসদ গঠিত হয়
A) Lok Sabha and Rajya Sabha/ লোকসভা ও রাজ্যসভা নিয়ে
B) Lok Sabha and Legislative Assembly/ লোকসভা ও বিধানসভা নিয়ে
C) Rajya Sabha and Legislative Assembly/ রাজ্যসভা ও বিধানসভা নিয়ে
D) Lok Sabha, Rajya Sabha and President/ লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে

31) সংসদে ‘শূন্য পর্ব’ (zero hour)- এর সর্বোচ্চ সময়সীমা কত?
A) ১৫ মিনিট
B) ৩০ মিনিট
C) ৬০ মিনিট
D) ৯০ মিনিট

32) সর্বাধিক কত সময়ের মধ্যে সংসদের অধিবেশন নাও বসতে পারে ?
A) ১ বছর
B) ২ মাস
C) ৩ মাস
D) ৬ মাস

33) কেন্দ্রীয় মন্ত্রীসভার বিরুদ্ধে অনাস্থা আনতে হলে প্রস্তাবটিতে লোকসভার কমপক্ষে –
A) ৫০ জনের সমর্থন থাকতে হবে
B) ৫৫ জনের সমর্থন থাকতে হবে
C) ১০০ জনের সমর্থন থাকতে হবে
D) এক-তৃতীয়াংশের সমর্থন থাকতে হবে

34) পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি ওই কক্ষের সদস্য নন ?
A) লোকসভা
B) রাজ্যসভা
C) বিধানসভা
D) বিধান পরিষদ

35) রাজ্যসভার কতজন সদস্য রাষ্ট্রপতির মাধ্যমে মনোনীত হন?
A) ১৩ জন
B) ১০ জন
C) ১২ জন
D) ১১ জন

36) কোন বছর ভারতে প্রথম লোকসভা তৈরি হয়?
A) ১৯৫২ সালে
B) ১৯৫১ সালে
C) ১৯৫৩ সালে
D) ১৯৫০ সালে

37) In the Parliament of India Upper House in known as- / ভারতীয় সংসদে উচ্চকক্ষ কি নামে পরিচিত--
A) Lok Sabha/ লোকসভা
B) Rajya Sabha/ রাজ্যসভা
C) Secretariat/ সেক্রেটারিয়েট
D) Directorate/ ডিরেক্টরিঅ্যাট

38) When was the first session of lok sabha held / লোকসভার প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল
A) 15th August,1950/ ১৫ ই আগস্ট, ১৯৫০
B) 15th August,1952/ ১৫ ই আগস্ট, ১৯৫২
C) 13th May,1952/ ১৩ ই মে, ১৯৫২
D) 12th January,1953/ ১২ ই জানুয়ারী, ১৯৫৩

39) ভারতীয় সংবিধানের কোন্‌ ধারা বলে পার্লামেন্টকে পরিশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়ন করার অধিকার দেওয়া হয়েছে ?
A) 248 ধারা
B) 249 ধারা
C) 250 ধারা
D) 251 ধারা

40) Find out the incorrect statement : The Council of States / নিচের ভুল বিবৃতিটি চিহ্নিত করুন : রাজ্যসভার —
A) has no power over money bill/ অর্থবিলের ওপরে কোনো ক্ষমতা নেই
B) has power over money bill/ অর্থবিলের ওপরে ক্ষমতা আছে
C) has no effective control over the Executive/ শাসন ব্যবস্থার ওপরে কোনো প্রকৃত নিয়ন্ত্রণ নেই
D) is presided over by the Vice President of India/ সভাপতিত্ব করেন ভারতের উপরাষ্ট্রপতি